শ্রীমঙ্গল শহরে বঙ্গবীর রোডে একটি বাসায় বিষধর সাপ পাওয়া যায়।
শ্রীমঙ্গল শহরের বঙ্গবীর রোডে গীতাশ্রী নিকেতনের দেবতা ঠাকুর ঘর থেকে একটি বেত আঁচড়া সাপ উদ্ধার করা হয়।
শনিবার (২২জুন) দুপুরে দেবতা ঠাকুর ঘরে সবটিকে দেখতে পেয়ে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে শ্রীমঙ্গল অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
পরবর্তীতে সাপটিকে বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হয়।