শ্রীমঙ্গল কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে অজগর সাপ পাওয়া যায়
অদ্য রোজ রবিবার ২৩ – ০৬ -২০২৪ খ্রী ঃ তারিখে
শ্রীমঙ্গল কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে একটি অজগর সাপ চলে আসে।
পরবর্তীতে এলাকার লোকজন রাসেল ভাইপার ভেবে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও বন বিভাগের এফডি সুব্রত সরকার এর সাথে নিয়ে সাপটি অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে অজগর সাপ বলে নিশ্চিত করা হয়। এতে জানা যায় কারো ক্ষতি হয়নি এলাকার লোকজন বলছে যেভাবে রাসেল ভাইপার সাপের আতঙ্কে আছে মৌলভীবাজার জেলা বাসি।