বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ের সংগঠন ‘চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ’-এর নেতৃবৃন্দের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব জননেত্রী। তিনি সবসময় সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে চিন্তা করেন। তার সরকার সবসময় শ্রমিকদের কল্যাণে নানা কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছে। এর ফলে পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষের মুখে হাসি ফিরেছে।
চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ সংগঠনের সাধারণ সম্পাদক মো. কালিম শেখের নেতৃত্বে গত ২১ জুন, শুক্রবার, সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ বাসভবনে সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিনের সাথে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমান, সহসভাপতি মো. বাচ্চু মিয়া, মো. আবু হানিফ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিক, গাজী মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ, মো. বায়েজিদ ফরায়েজি, অর্থ সম্পাদক মো. শাহ আলম, দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. ইয়ামিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মিলন, সড়ক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক দপ্তর সম্পাদক মো. দিদারুল আলম, কার্যনির্বাহী সদস্য মো. মোস্তফা, মো. শাহাদাত প্রমুখ।
এ সময় আ জ ম নাছির উদ্দিন শ্রমিক নেতৃবৃন্দকে বলেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাংগঠনিক ও জনকল্যাণমূলক সকল কর্মকাণ্ডে অতীতের মতো সবসময় পাশে থাকবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।