চাটখিলে শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আলহাজ্ব জাহাঙ্গীর কবির তৃতীয়বারের মতো শপথ গ্রহণ
সৈয়দ নুর আলম বাদশা
নোয়াখালী জেলা, প্রতিনিধিঃ”
নোয়াখালী, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেন।
গতকাল বুধবার (১২ জুন) দুপুর ০২.০০ টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট হলরুমে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত শপথগ্রহণ শেষে উপজেলার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
শপথ গ্রহণের পর দৈনিক বঙ্গবাজারকে দেওয়া এক প্রতিক্রিয়ায় চাটখিল উপজেলা পরিষদের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন,এ শপথ চাটখিলকে স্মার্ট উপজেলা বিনির্মাণের শপথ।
তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও সমৃদ্ধি এগিয়ে নিতে যতদিন দায়িত্বে থাকবো তা স্বতস্ফুর্তভাবে পালন করে যাবো।
উল্লেখ্য৷ আলহাজ্ব জাহাঙ্গীর কবির ২০২২ এবং ২০২৩ সালে টানা দুই বার নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করা জাহাঙ্গীর কবির দেশের নামকরা শিল্প প্রতিষ্ঠান একটিভ গ্রুপের কর্ণধার।
তিনি ২০১৪ সাল থেকে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ২০১৩ সাল থেকে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন এইচএম আলী তাহের ইভু এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) রোজিনা আক্তার ওরফে রোজী শাহীন।