গোপালগঞ্জে ৪টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-১ আহত-১০।
গোপালগঞ্জে ঘন কুশায় কারণে ৪টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে ১জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে ঢাকা-
খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-
খুলনা মহাসড়কেরঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা
গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অজ্ঞাত ১জন নিহত হন ও আহত হয় ১০ জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
৪টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে।খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যানবাহন চলা
চল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা।