December 11, 2024, 6:58 am
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আওয়ামীলীগ নেতা পিয়ার আলীর কমেনি দাপট আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

প্রকল্পের মোড়কে দুর্নীতি, দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে ওঠেনি’*

নিজস্ব প্রতিবেদক

*‘প্রকল্পের মোড়কে দুর্নীতি, দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে ওঠেনি’*

 

ছাত্র-জনতার অভ্যূত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে সত্যিকার অর্থে কোনো উদ্যোক্তা সংস্কৃতি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আজাহার উদ্দিন অনিক।।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রে বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) ও প্রকাশনা সংস্থা ঐতিহ্যের উদ্যোগে আয়োজিত নতুন বাংলাদেশ: প্রযুক্তি ও উদ্যোক্তা সংস্কৃতির রূপান্তর শীর্ষক সিরিজ বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আজাহার উদ্দিন অনিক বলেন, প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য দেশের কাঠামো ছিল অনুপযোগী। প্রযুক্তি খাতের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করা, বা বিকশিত হওয়ার ক্ষেত্রে আওয়ামী সরকার এমন সব নীতিমালা করেছিল যাতে এ খাতের উদ্যোক্তারা সফল হতে পারেনি। নতুন উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রও এ কারণে তৈরি হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের বয়ানের জন্য বিভিন্ন মেগাপ্রজেক্ট চালু করা হয়েছিল। এসব প্রকল্প ছিল আওয়ামী লীগের দূর্নীতির মূল সূত্র।

তিনি আরও বলেন, আমাদের দেশের সবচেয়ে মেগাপ্রকল্পগুলোর সবগুলোই বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। এসব বিদেশি প্রতিষ্ঠানের লেনদেনের আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব প্রকল্পের কাঠামো ছিল দূর্নীতির একটি ছক।

অনিক বলেন, এসব মেগাপ্রজেক্টগুলো থেকে আওয়ামী লীগ সরকার দেশের হাজার কোটি টাকা লুট করেছে। এসব প্রকল্পে দেশের উদ্যোক্তাদেরকে কৌশলগতভাবে দূরে রাখা হয়েছে। ফলে দেশের উদ্যোক্তারা দেশের উন্নয়নে অংশ নিতে পারেনি, মেগাপ্রকল্পগুলোও উদ্যোক্তাদের জন্য খুব বেশি কাজে আসেনি, দেশও কাঙ্ক্ষিতভাবে উপকৃত হয়নি।

নতুন বাংলাদেশে দেশের প্রযুক্তি খাতের সংকট সমাধানে রাজনৈতিক গোষ্ঠীর সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এছাড়া বাংলাদেশে প্রযুক্তি খাতের ইন্ডাস্ট্রি ও একাডেমিক পড়াশোনার মধ্যে যোগাযোগ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা