মাগুরায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রী কর্তৃক দেয়ালে লিখন কর্মসূচী পাালন
মাগুরায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা গড ৬ জুলাই থেকে দেশকে নতুন ভাবে সাজানোর কাজে ব্যস্ত রয়েছে।এরই অংশ হিসাবে তারা প্রতিদিন জনসেবা মূলক কর্মকান্ড করে থাকে।
গত১০ জুলাই শনিবার তাদের কর্মসূচীর মধ্যে ছিলো শহরের প্রান কেন্দ্র ভায়না,চৌরঙ্গী মোড় ও নোমানী ময়দানের মোড়ে দেয়ালে বিভিন্ন শিক্ষা মূলক উক্তি ও শ্লোগান লেখা।এসকল স্হান গুলো ঘুরেঘুরে বিভিন্ন ধরনের ছবি লক্ষ করা যায় পরে ছাত্রছাত্রীদের কাছ থেকেও মতামতের মাধ্যমে তাদের মনের আকাঙ্খা সমূহ জানতে পারা যায়।অংকনকারীদের নেতাদের একজন টিন এজ নারী উদ্দ্যোগতা ও মেধাবী শিক্ষার্থী সামিয়া শশী বলেন,” আমরা আন্দোলনের মাধ্যমে আবার একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাই নতুন ভাবে রঙ্গিন করে সাজাচ্ছি।সর্বপুরি আমরা চাই দূর্নীতি মুক্ত একটি সমাজ ও রাষ্ট্র । তবেই হবে আমাদের আন্দোলনকারী ভাইয়েদের বুকের তাজা রক্ত বির্সজন দেয়া এবং আমাদের বর্তমান শ্রম সার্থক। শশী আরো বলেন আমাদের দেখাদেখি অনেকেই ভালো কাজে এগিয়ে আসছে তাদের আমরা সাধুবাদ জানাই তবে এটা যাদি তাদের ফায়দা লুটের কোন কৌশল হয় তবে আমরা ছাত্র সমাজ তা দৃঢ় ভাবে প্রতিহত করবো।মনে রাখবেন আমাদের নতুন বাংলায় কোন সুযোগ সন্ধানীদের ঠাই নেই।