চরভদ্রাসন উপজেলা জুড়ে পুলিশ ও জনতা মিলে মোটর সাইকেলযোগে র্যালি।
পুলিশ-জনতা ভাই ভাই, মিলে মিশে কাজ করতে চাই” এ স্লোগান নিয়ে সোমবার বিকেল ৩টা থেকে দিন ব্যাপী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জুড়ে পুলিশ ও জনতা মিলে মোটর সাইকেলযোগে র্যালি করেছেন। এ র্যালিতে ছাত্র জনতা সুশিল সমাজ পুলিশ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশ নেন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাবের নেতৃত্বে পুলিশ-জনতা মিলে র্যালি করেন। র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন চরভদ্রাসন থানার ওসি তদন্ত আবদুল গাফ্ফার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, শিক্ষার্থী রাফাতুল ইসলাম সাজু, আলামিন মোল্যা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, কে.এম ওবায়দুল বারী দীপু, আবদুল ওহাব মোল্যা, জামাত ইসলামি নেতা শেখ সোলাইমান ও ইউপি সদস্য ফজলুর রহমান খান প্রমূখ।
জানা যায়, সোমবার বিকেলে চরভদ্রাসন থানা চত্ত্বর থেকে পুলিশের দু’টি গাড়ীসহ শতাধিক মোটর সাইকেলে পুলিশ-জনতা মিলে এক বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে গাজীরটেক ইউনিয়নের ছাহের মোল্যার বাজার থেকে ইউটার্ন করে চরহাজীগঞ্জ বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পর্যন্ত প্রদক্ষিন করেন। র্যালিতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব সর্বসাধারনের উদ্দেশ্যে বলেন, “ পুলিশ হবে জনতার, জনতাও হবে পুলিশের। আজ থেকে আমরা জনগনের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য তিনি সকলের সহায়তা কামনা করেন”।