শেরপুরে পরিবহনে অবৈধ চাঁদা উত্তোলনের দায়ে
গ্রেফতার-৮।
শেরপুরে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক, সিএনজি, অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৯টি মোবাইল, চাঁদাবাজির টাকা হিসাব নিকাশের ২টি টালি খাতা এবং বিপুল পরিমান চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব নবীনগর এলাকার
মজিবুর রহমানের ছেলে মো. মোশারফ হোসেন (৩৮),দক্ষিণ নবীনগর এলাকার -মো. আঃ সাত্তারের ছেলে মো. আল আমিন (৩৭),উত্তর নবীনগর এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. আতিকুর হক (৩৯),তারাকান্দি এলাকার মৃত তমির হাজীর ছেলে মো. তারা মিয়া (৪০), নবীনগর এলাকার মো.আমিনুল হকের ছেলে
মো. আল আমীন সরকার (৩৮), দক্ষিণ নবীনগর এলাকার মৃত আফছার আলীর ছেলে মো. মানিক মিয়া (৫৫), বয়রা পরানপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩১) এবং চকপাঠক এলাকার মো. আজাহার আলীর ছেলে মো. আতাউর কবির উরফে এনামুল (৩৮)।
র্যাব-১৪, জামালপুর এর প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির বিষয়টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় দেশব্যাপী আলোচিত