February 7, 2025, 7:14 am
শিরোনামঃ
গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৪টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-১ আহত-১০।

শাহপরীরদ্বীপে কুপিয়ে এক যুবককে হত্যা।

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি

শাহপরীরদ্বীপে কুপিয়ে এক যুবককে হত্যা।

 

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে জমিজমার পূর্ব বিরোধের জের ধরে রেজাউল করিম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে টেকনাফ  উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ  রাস্তার মাথা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

নিহত রেজাউল করিম (৩০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা মোহাম্মদ আয়াছ বলেন, জমি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সকালে আদালতে মামলায় হাজিরা দিতে কক্সবাজার যাওয়ার উদ্দ্যেশে শাহ এমরান, নুর করিম, রেজাউল করিম ও তিনিসহ চারজন একটি অটোরিকশা (সিএনজি)  যোগে রওনা হন। এক পর্যায়ে তাদের বহনকারি গাড়ীটি শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছে। এসময় উত্তরপাড়ার বাসিন্দা ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লম্বা কিরিচ ও লোহার রড নিয়ে অটোরিকশাটি গতিরোধ করে ।

এই পরিস্থিতিতে প্রাণ রক্ষার্থে রেজাউল করিমসহ চারজন গাড়ী থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা চালাই। পরে ধাওয়া করে রেজাউল করিমকে ধরে ফেলে প্রতিপক্ষের লোকজন। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে ( রেজাউল ) এলোপাতাড়ী কোপানো হয়। এতে তার দুই হাত, দুই পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। রেজাউলকে কুপিয়ে মারাত্মক আহত করে মাটিতে ফেলে রাখা হয়।

তিনি আরো বলেন, স্থানীয়রা আহত রেজাউল করিমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কাকন বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার পাশাপাশি প্রতিপক্ষের লোকজনের উপর হামলার মামলায় রেজাউল করিম প্রধান আসামি ছিল। এরই জের ধরে  প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে খুনের এ ঘটিয়েছে।
এরপরও খুনের ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেন জানান ওসি।

ওসমান গণি আরো বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা