দিনদুপুরে চিংড়িঘের দখল নিয়ে গুলি-বৃষ্টি, জামায়াত নেতা মুস্তফার বিরুদ্ধে অভিযোগ
কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখল করতে গিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার রামপুর মৌজার মালুমঘাট এলাকায় সাবেক মহিলা মেম্বার মনোয়ারা বেগমের মালিকানাধীন চিংড়িঘের দখল করতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা মুস্তফা কামাল ও কাইসার নেতৃত্বে ভাড়াটে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল বদরখালী নতুন বাজার মাঠ এলাকায় হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা দিনদুপুরে ঘের এলাকায় প্রবেশ করে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত মুস্তফা কামাল অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
গোপন সূত্রে জানা যায়, সরাসরি ওই এমপি প্রার্থী ফারুকের নির্দেশে হামলার ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ চকরিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদ আনোয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে”