সিনিয়র সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল আর নেই
মৌলভীবাজার, ৩০ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজারের নন্দিত গুণী সঙ্গীতশিল্পী, সিনিয়র সাংবাদিক, সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) ভোর চারটা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান।
তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা দুপুর ২ ঘটিকায় সৈয়দ শাহ মোস্তফা( র:) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
মৌলভীবাজারের নন্দিত গুণী সঙ্গীতশিল্পী, সিনিয়র সাংবাদিক, সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং তিনি বলেন, “তমাল ফেরদৌস দুলাল ছিলেন মৌলভীবাজারের সাংবাদিকতা ও সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মতো সৎ, সংস্কৃতিমনা ও দায়িত্বশীল সাংবাদিক আজকের সমাজে বিরল। তাঁর মৃত্যু মৌলভীবাজার তথা সিলেট বিভাগের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”