সুনামগঞ্জে হত্যাকান্ডের জেরে ১৯টি বাড়ীঘর
ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে হত্যাকান্ডের জের ধরে প্রতিপক্ষের ১৯টি বাড়ীঘর ব্যাপকভাবে ভাংচুর ও লুটতরাজের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সুনামগঞ্জ পৌরবিপনী মার্কেটস্থিত একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্থ ভিকটিম সৌদিআরব প্রবাসী মনোয়ারা বেগমের কন্যা মোছাঃ মরিয়ম আক্তার।
ভূক্তভোগীরা বলেন,১৯টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের প্রতিবাদে গত রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালত সুনামগঞ্জে মামলা দায়ের করেছেন হলহলিয়া গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া। এতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধিত/২০০৯) এর ৪ ও ৫ ধারায় দায়েরকৃত মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন,হলহলিয়া গ্রামের চান্দু মিয়ার পুত্র নুর ইসলাম (৪৫),আনোয়ার (৪২),কুদরত আলী (৩০),আছমত আলী (২৬), মনসুর আলী (২৪),স্ত্রী নিলুফা বেগম (৫৫), মৃত ইছব আলীর পুত্র সাদেক মিয়া (৫৯),ছমেদ আলী (৫০),ছমেদ আলীর পুত্র রুমালী (২৮), আজিল হক (২৪),স্ত্রী তাহেরা (৪৫),মৃত কেরামত আলীর পুত্র রমিজ উদ্দিন (২৬),তমিজ উদ্দিন (২৫),সাদেক মিয়ার পুত্র নুরুল হক (৩২),সাজিল হক (২৮),সালাহ উদ্দিন (২৪),সামছুল হক (৩৫), সোনা মিয়ার পুত্র আব্দুর রহমান (২৭),আব্দুল হামিদ (৪০),নুর ইসলামের পুত্র তারা মিয়া (২৪),স্ত্রী জো¯œা বেগম (৪৫),দুনু মিয়ার পুত্র মরম আলী (৩০),মনহর আলী (৪৫), আনোয়ারের স্ত্রী আকলিমা (৩৫),পুত্র মনির হোসেন (২৪),আব্দুন নূরের পুত্র খালেক মিয়া (২৮),আব্দুল হামিদের পুত্র কামরুল ইসলাম (২৬),আব্দুল কাইয়্যুমের পুত্র আব্দুল হালিম (৩০),আব্দুল আহাদ (২৮),নুরু মিয়ার পুত্র সাইকুল (৩০),হোসেন মিয়ার পুত্র খালেক (২৭),মৃত আব্দুল বারেকের কন্যা যমুনা বেগম (৪০),মৃত আব্দুন নূরের পুত্র আব্দুল খালেক (৪০),হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জিন্নত আলীর পুত্র (আকবর আলী (৪৫),মৃত শাফিল উদ্দিনের পুত্র আবুল বাশার (৪৫),মৃত নুরজামাল এর পুত্র তফুর আলম (৪০),মৃত আব্দুর রউফের পুত্র এমদাদুল হক (৪০) ও তোষা মিয়া (২৮),টেটিয়াপাড়া গ্রামের সালাম মুন্সীর ছেলে আলমগীর (৩৭),বড়ছড়া বালুচর গ্রামের আলমগীরের স্ত্রী শেফালী (২৮),বড়ছড়া গ্রামের গোলাপ মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৮),লাকমা গ্রামের মৃত এরশাদ মিয়ার পুত্র ফজলুল হক (৪৫) প্রমুখ। মামলার বিবরণে প্রকাশ, গত ১৭ অক্টোবর শুক্রবার সকাল ৭টা হতে ২৫ অক্টোবর
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com