হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার দর্শন ও জিয়ারত।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ধর্মীয় স্থান পরিক্রমার অংশ হিসেবে গতকাল ১৬ জুন সোমবার বিকাল চারটায় আনোয়ারার বটতলীতে হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার দর্শন ও জিয়ারত কার্যক্রমের আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমে মহান ০৬ আষাঢ় পবিত্র ওরশ শরীফ উপলক্ষে মাজারে পুষ্পস্তবক, আতর অর্পন, মোমবাতি, আগরবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রধান নির্বাহি সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সহসভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক ধীমান দাশ, যুগ্ম সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সুয়াবিল শাখার প্রচার সম্পাদক শ্যামল নন্দী, বটতলী শাখা (৯০৪)’র সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, সহ সভাপতি মহিউদ্দিন আনিস, যুগ্ন-সাধারণ সম্পাদক কায়সার হামিদ।