ফ্যাসিবাদ মুক্ত হলো জীবননগর প্রেসক্লাব।প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।
চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ জুন ২০২৫) দুপুরে জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে রিপন হোসেনকে আহ্বায়ক এবং আসিম সাঈদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন শেখ শহিদ, মতিয়ার রহমান এবং আমিনুর রহমান নয়ন।
ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, দপ্তর সম্পাদক আসিম সাঈদ, প্রেস ক্লাবের সদস্য চাষি রমজান, মহিবুল ইসলাম মুকুল, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, কালবেলা প্রতিনিধি আবুবকর সিদ্দিক,স্বদেশ টিভি নিউজ,প্রতিনিধি মো. মুনাইম হোসেন, জনকণ্ঠ প্রতিনিধি ওমর ফারুক, দিনকাল প্রতিনিধি আব্দুর রশিদ, সাংবাদিক অর্পণ রকি, সকালের খোঁজখবর জীবননগর ব্যুরো প্রধান আল-আমিন মোল্লা, সময়ের সমীকরণ প্রতিনিধি মনিরুজ্জামান রিপন, আহাম্মদ সগীরসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
আহ্বায়ক রিপন হোসেন বলেন, “জীবননগর উপজেলায় কর্মরত প্রকৃত ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল জীবননগর প্রেস ক্লাবের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজন দেখা দেয়।