বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন গোপালগঞ্জের আছমা খানম
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কাউন্সিলে আছমা খানমকে সভাপতি ও মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
করা হয়েছে।
গত ৮ফেব্রুয়ারি শনিবার রাজধানীর সেগুন বাগিচার বাংলাদেশ মেডিক্যালে অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের হলরুমে এ্যাড: শেখ রেজাউল করিমের সভাপতিত্বে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে দেশের ৮টি বিভাগের ৫ শতাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। কাউন্সিলর অধিবেশন শেষে আলোচনা সভা,গুণীজনসহ সব প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দ্বিতীয় পর্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন। নব-
নির্বাচিত সভাপতি আছমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমির পুরস্কার
প্রাপ্ত বরণ্যে কবি রেজা
উদ্দিন স্টালিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক
সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম। অনুষ্ঠানের প্রধান অতিথির অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন,প্রাথমিক শিক্ষকদের অব-মূল্যায়ন করে জাতি কোনদিন উন্নতি করতে পারবে না। তিনি প্রাথমিক শিক্ষকদের সমস্যা নিরসনে আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন।বিশেষ করে প্রধান শিক্ষকদের নবম গ্রেড,সহকারী শিক্ষকদের ১০ গ্রেড দ্রুত বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।নবনির্বাচিত সভাপতি আছমা খানমবলেন,সহকারী
শিক্ষকদের দশম গ্রেড শুধু বেতন বৃদ্ধি নয়,থার্ড ক্লাস থেকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত হওয়ার দাবি। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে আগামী দিনের মর্যাদার লড়াই
বেগবান করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য থাকে যে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আছমা খানম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সদর ১নং টেংরাখোলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ী মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী গ্রামে।
islamshafikul452@gmail.com……… . HONEST MAN