বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার
বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক সবজিবাহী পিকআপের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৫০৫ (পাঁচশত পাঁচ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ১০/০২/২০২৫ ইং ১৬:৪৫ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ দি মুন হোমিও ফার্মেসির
সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের পূর্ব প্বার্শে অভিযান পরিচালনা করে সবজিবাহী পিকআপ ট্রাকে
বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫(পাঁচশত পাঁচ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও ১টি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সময় আসামী (১)মো: বাবু মিয়া(২৮), পিতা-মো: শুকুর আলী, মাতা-সেলিনা, গ্রাম-হাজিগঞ্জ, থানা-নীলফামারী, জেলা-নীলফামারী (২) আহাদ হোসেন মাহিম(২১), পিতা-মো: দেলোয়ার হোসেন, মাতা-সেলিনা, গ্রাম-কুরগাঁও , ডাকঘর-মির্জানগর, থানা-সাভার, জেলা-ঢাকা গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।