বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত।।
বগুড়া সদরের পলিটেকনিক্যাল সরকারি কলেজের সামনে বখাটের ছুরিকাঘাতে ফাহিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১০ফেব্রুয়ারি) সন্ধার পর এ ঘটনা ঘটে। নিহত ফাহিম সদরের চকফরিদ কলোনী এলাকার ফরহাদের ছেলে এবং ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র।
ফাহিমকে কোচিং শেষে বাড়িতে ফেরার সময় রাত সাড়ে ৭ টায় বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহত ফাহিমের বাবা বলেন, আমরা জানতে পারি ফাইম তার স্কুলের ভিতরে একছেলে এক মেয়েকে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য ধস্তাধস্তি দেখতে পায়। পরে ঘটনাটি সে তার স্কুলের শিক্ষককে জানায়। হয়তো সে অপরাধের কারণে আমার ছেলেকে খুন হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।