March 27, 2025, 10:36 am
শিরোনামঃ
পুলিশের দ্রুত অভিযানে অপহরণচক্রের ৬ সদস্য আটক অসচ্ছল রোজাদারদের পাশে দাড়ানো মহৎ ইবাদত: শাহ আলম অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক গত ১৭ বছরে বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার জুলুমের কথা সংবাদ পত্রে আসেনি : ফারুক কোন গোষ্টি জাতির উপর প্রভূ হওয়ার চেষ্টা করবেন না….. সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠিত সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ আতাউল কিবরিয়া মহোদয়ের যোগদান”

তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

আব্দুল আলীম ইমতিয়াজ : সিলেট ব্যুরো চিফ :

তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

 

 

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খেয়াঘাট ইজারা দেয়া নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে দরপত্র গ্রহন করলেও দরপত্রে অংশগ্রহকারীরাই পাল্টাপাল্টি আভিযোগে কর্তৃপক্ষের প্রতি অনিয়মের ইঙ্গিত তুলেছেন। গত ১২ই জানুয়ারী সুনামগেঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন নৌকাঘাট ইজারা সংক্রান্ত দরপত্র আহ্বান করে বৃহষ্পতিবার (৬ই ফেব্রুয়ারী) নৌকাঘাট সমূহের দরপত্র জমা এবং খোলার তারিখ ছিল। সুনামগঞ্জ জেলা প্রশাসক অফিসে একটি দরপত্র জমা হওয়ায় শিডিউল অনুযায়ী দুপুর ৩টার পরিবর্তে বিকাল ৫ টায় টেন্ডার বাক্স খোলা হয়। ফাজিলপুর নৌকা ঘাটের বিপরীতে ৪টি শিডিউল জমা পরে। দরপত্রের খাম খোলে ৪টি দরপত্রের মধ্যে মোঃজবা মিয়ার দরপত্রটিকে সর্বোচ্চ ডাককারী হিসাবে ঘোষনা করা হয়। তবে জবা মিয়ার দরপত্রে টেম্পারিং করে মূল্য বাড়ানোর অভিযোগ করেছেন আরেক দরপত্র দাতা সাগর মিয়া। এই মর্মে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। সাগর মিয়া জানান জবা মিয়ার দরপত্রে ৩কোটি ৯৫ হাজার টাকা দরপত্র মূল্য লেখা ছিল। সেখানে টেম্পরিং করে ৩কোটি ৯৫ লাখ টাকা দরপত্র মূল্য বানিয়ে সর্বোচ্চ দরদাতা ঘোষনা করা হয়েছে। টেম্পারিংয়ের বিষটি অস্বীকার করে জবা মিয়া জানান আমি সঠিক পন্থায় সর্বোচ্চ দরদাতা নিবাচিত হয়েছি, তবে এখনও খেয়াঘাটের দখলনামা পাইনি। তাহিরপুর উপজেলা নির্বাহী কমকর্তা মো: আবুল হাসেম বলেন দরপত্রে অংকে ৩ কোটি ৯৫ লাখ টাকা লিখা ছিল কিন্তু সংখ্যায় লেখার সময় ভুলবশত ৩কোটি ৯৫ হাজার টাকা লিখা হয়েছে। এটা কোন ত্রুটি নয়।
এদিকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগে দায়েরকৃত রীট পিটিশন নং ১৯৫১/২০২৫ এর আদেশ মোতাবেক ফাজিলপুর নৌকা ঘাটের ইজারা কাযক্রম বন্ধ রাখার জন্য উচ্চ আদালতের আরেকটি নির্দেশনা রয়েছে।
রিটকারী সুনামগঞ্জ জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ফাজিলপুর নৌকা ঘাটে কখনও মালামাল উঠানামা হয়না। নৌকাঘাটটি ইজারা না দেয়ার জন্য বহুবার প্রশাসনের কাছে আমরা আবেদন নিবেদন করে ব্যার্থ হই। শেষে উচ্চ আদালতে রিট নং ১৯৫১/২৫ দায়ের করি। শুনানী শেষে উচ্চ আদালত ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন। আদেশের এডভোকেট সার্টিফিকেট ৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে দাখিল করে রিসিভ সংগ্রহ করি। উচ্চ আদালতের আদেশ অমান্য করে ফাজিলপুর নৌকাঘাটের শিডিউল গ্রহন ও ওপেন করা হয় বলে দাবী করেন জাহাঙ্গীর আলম।
এব্যাপারে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো: আবুল হাসেম বলেন ফাজিলপুর নৌকা ঘাট ইজারা কাযক্রম বন্ধে ৬মাসের নিষেধাজ্ঞার একটি এডভোকেট সার্টিফিকেট পেয়েছি। আপাতত কাযক্রম বন্ধ রাখা হয়েছে। সর্বোচ্চ দরদাতা নির্ধারন করে রাখা হয়েছে। হাইকোর্টের রিট ব্রাকেট হলে ঘাটের দখলনামা সমজিয়ে দেয়া হবে বলে সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জানান তিনি।


আপনার মতামত লিখুন :

One response to “তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা”

  1. Md Humayun Kabir says:

    ভাই,আমি জানতে চাচ্ছি দরপত্রে উল্লেখিত অংক ছিল ৩ কোটি ৯৫ লাখ টাকা, কিন্তু এই ঘাটের ডাক হয়তো ভুলবশত ৩ কোটি ৯৫ হাজার টাকার এই নৌকা ঘাটের ইজারা এখনো চুড়ান্ত হয়নি!..ঠিক বুঝতে পারলাম না! এই টোল ট্যাক্স কি ডাক আবার
    উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নতুন করে ডাক শুরু হবে। প্লিজ একবাক্যে যদি সঠিকটা জানান তাহলে বুঝতে পারব! শুভ মধ্যাহ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা