জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ভৈরব সাহিত্য সংসদ এর সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো নিজস্ব কার্যালয়ে,,ভৈরব সাহিত্য সংসদ এর সম্মানিত সভাপতি ডাঃইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রমিত বাংলার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও ভৈরব সাহিত্য সংসদ এর সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবীদ জনাব,রহুল আমিন মল্লিক, ,সহসভাপতি কবি,আজিজ হোসেন, সাধারণ সম্পাদক কবি,খলিলুর রহমান,
সহ সম্পাদক কবি নজরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক, কবি আজিজুর রহমান,
গবেষণা সম্পাদক, কবি,আবুল বাসার,
দপ্তর সম্পাদক কবি,নাহিদ হোসাইন,প্রচার সম্পাদক কবি আরিফুল ইসলাম সবুজ,কবি
আবদুল আল মাবুদ অনুষ্ঠানে কবিগণের কবিতা আবৃত্তি সহ সাহিত্যের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
,অনুষ্ঠানটি সঞ্চলন করেন,কবি খলিলুর রহমান।