March 27, 2025, 9:08 am
শিরোনামঃ
পুলিশের দ্রুত অভিযানে অপহরণচক্রের ৬ সদস্য আটক অসচ্ছল রোজাদারদের পাশে দাড়ানো মহৎ ইবাদত: শাহ আলম অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক গত ১৭ বছরে বিরোধী দলের উপর অন্যায় অত্যাচার জুলুমের কথা সংবাদ পত্রে আসেনি : ফারুক কোন গোষ্টি জাতির উপর প্রভূ হওয়ার চেষ্টা করবেন না….. সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠিত সৈয়দ মোর্শেদ কামাল স্মৃতি সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ আতাউল কিবরিয়া মহোদয়ের যোগদান”

সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না
-বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম

 

সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারি করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডে রামদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি। শরীফুল আলম বলেন, আমরা বলতে চাই, নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার, সে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
তিনি আরো বলেন, আমরা এ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সংস্কার সংস্কার করে অনন্তকাল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবেন, আর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা লাঠিয়াল হিসেবে বার বার রাজপথে এসে পরাজিত শক্তির কেবল মোকাবেলা করে যাবো, জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারবো না! এ অবস্থা বেশিদিন চলতে থাকলে, ওই পরাজিত শক্তিরা নতুনভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তাই বলতে চাই, অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনারা নির্বাচনের রোডম্যাপের দিকে ধাবিত হোন। আপনাদের বিরুদ্ধে যতই যড়যন্ত্র হোক, এ ফসল আমাদের, আমাদের রক্তে কেনা এই স্বাধীনতা। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, আমরা আজকে সৈরাচারকে মুক্ত করেছি। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী রাজপথে জীবন বিলিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, এত রক্তের বিনিময়ে আমরা প্রাথমিক যে বিজয় অর্জন করেছি, সেটাকে নস্যাৎ করার অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফি উদ্দিন শাফি মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন খান শাহজাহান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কিতাব আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনে মো. শরীফুল আলমকে নির্বাচিত করার আহ্বান জানান।
জনসভায় কুলিয়ারচর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শুরু হওয়ার আগে কুলিয়ারচর পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মঞ্চে উপস্থিত হয় নেতা কর্মীরা। পরে জনসমুদ্রের রুপ নেয় সভাস্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা