গোপালগঞ্জে জেলা বিএনপি
এর সাবেক সভাপতি ও
সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন
গোপালগঞ্জ জেলাবিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান
আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু ৭ফেব্রুয়ারি শুত্রুবার সকালে গোপালগঞ্জ সদরউপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া বাজারে গণ-সংযোগ ও বাজারে বৈঠক করেছেন। গণ-
সংযোগের সময় তিনি বলেন,গোপালগঞ্জ সংসদীয় দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
‘র দলীয় মনোনয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি এমপি হতে পারলে
আপনাদের এই এলাকার বেকার সমস্যা,রাস্তাঘাটের উন্নয়নসহ সকল সমস্যা দেখতে পারবো। করপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কাওসার ফকির সভাপতিত্বে বাজার বৈঠকে এসময় জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন,পৌর বিএনপি সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝন্টু খান,বিএনপি নেতা এ্যয়ড: ফরহাদ মোল্লা,
বিএনপি কর্মী খলিল ফকির,
মনির মোল্লা,মহাসিন ফকির,
লেবু মৃধাসহ বিএনপি’র
অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।