মুকসুদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
। ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা।
২১ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১টার দিকে মুকসুদপুর উপজেলার সদর বাজারে গোপালগঞ্জ জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা পণ্যকার মোড়গ ব্যবহার না করা এবং মেয়াদ উর্ত্তীন পণ্য দ্রব্যাদি রাখার অপরাধে ৩৭/৩৮ ও ৫১ এ ৩ ধারায় ভোক্তা অধিকার আইনের ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন। প্রতিষ্ঠানগুলো হলো-(১)মোল্লা ফার্মেসী -১০০০,টাকা (২) পাকিজা স্টোর-৪০০০ টাকা,(৩)
রিফাত ফল স্টোর-৩০০০ টাকা,(৪)দীপ সুইট-২০০০
টাকা, (৫)মের্সাস বিজয় স্টোর-৫০০০ টাকা, (৬) মেসার্স বি-বাড়ীয়া ভাই ভাই বেকারী-৫০০০ টাকা,
(৭)মেসার্স বিমল ভান্ডার-
২০০০ টাকা ও (৮) বাবু সাহা ফল ভান্ডার-১০০০ টাকা।