মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৩ জন আটক,ইয়াবা উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় গ্রেপ্তারকৃতদের।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাদাৎ হোসেনের ভাই মিজান(৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম(৩৫)। তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।