বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধের মৃত্যু
বগুড়া শেরপুর উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় কোচের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন বৃদ্ধা। (সোমবার) ২০ জানুয়ারি রাত ১১:৩০ টার দিকে পৌর শহরে কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (৭০) পৌর শহরে উলিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স’মিল ব্যবসায়ী। জানা গেছে কবির হোসেন গতকাল রাত সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে নিজ প্রয়োজনে শেরপুর কলেজ রোড এলাকা ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে যাচ্ছিলেন ।
বগুড়া থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। তৎক্ষনাত কোচ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে করে কবির হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়