ময়মনসিংহের তারাকান্দায় শ্যামলী বাংলা পরিবহণের একটি বাসের ধাক্কায় মাছের আড়তের সামনে দুই অটোরিক্সার যাত্রীর গুরুতর আহত হবার ঘটনা ঘটেছে।
ময়মনসিংহের তারাকান্দায় শ্যামলী বাংলা পরিবহণের একটি বাসের ধাক্কায় মাছের আড়তের সামনে দুই অটোরিক্সার যাত্রীর গুরুতর আহত হবার ঘটনা ঘটেছে।
আজ অদ্যইং ১৮/০১/২০২৫ তারিখ রোজ শনিবার বেলা ২ টায় ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারস্থিত বড়পুল এলাকার মাছের আড়তের সামনে।এলাকাটি মাছের পাইকারী আড়ৎ হিসেবে প্রসিদ্ধ।
জানা গেছে,ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী শ্যামলী পরিবহণের একটি বাস(রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১২-১১৫৩) রং সাইডে গিয়ে মাছের আড়তের সামনে দাড়িয়ে থাকা দুইটি তিনচাকার মিশু গাড়ীকে ধাক্কা দেয় পাশে দাড়িয় থাকা দুইটি গাড়িকে ।এতে মিশু গাড়ীটির আজ্ঞাতনামা চালক গুরুতর আহত হন।এতে অটোরিক্সাটিতে থাকা ৪ শ্রমিক আহত হন।তারা হলেন-তারাকান্দা দক্ষিণ বাজার এলাকার কদম আলীর পুত্র আকরাম হোসেন(৩০) ও মো. রফিক মিয়া(২৮)।এছাড়াও আরও আহত হন লেডু মিয়া(৫০)। অজ্ঞাতনামা কয়েকজন।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান,রং সাইডে এসে শ্যামলী পরিবহণের বাসটি একই সাথে মিশু এবং একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়।এতে মিশুটির চালক গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।এদিকে অপরাপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এই ঘটনায় বাসটিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।বাসটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি