February 8, 2025, 5:04 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

সান্তাহার শখের পল্লীতে সোনালী ব্যাংকের অন্য রকম এক বনভোজন

মোঃ এরশাদ আলী আদমদীঘি বগুড়া প্রতিনিধি, মোবা: ০১৭১২২৯৬২৬৯ তারিখ: ১৭-০১-২০২৫ইং

সান্তাহার শখের পল্লীতে সোনালী ব্যাংকের
অন্য রকম এক বনভোজন

 

 

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রে দিনভর অন্যরকম এক বনভোজনের আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শুক্রবার সকালে ওই পার্কে বৃক্ষরোপন দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লটারির (রাফেল ড্র) ১৪৬টি পুরষ্কার বিতরনের মাধ্যদিয়ে শেষ হয়। পুরষ্কারগুলোর মধ্যে ছিলো বেশ কিছু মূল্যাবান ফুল, ফল ও ওষুধী গাছের চারাসহ নানা ধরনের উপহার সামগ্রী।

নওগাঁর প্রিন্সিপাল অফিসের আওতায় ১৯টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের ৪০০ জন সদস্য এই বনভোজনে আংশ নেয়। তৃতীয় বারের মতো এই পারিবারিক মিলন মেলায় ঐতিহ্যমন্ডিত নওগাঁ জেলার শস্য, আম, পাতি চাষ ও মাদুর শিল্প নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সেখানে সোনালী ব্যাংক পিএলসির নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কৃষিবিদ ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও নওগাঁর ১৯টি শাখার কর্মকর্তাসহ আরো অনেকে।
ব্যাংকের ডিজিএম কৃষিবিদ ওলিউজ্জামান বলেন, শখের পল্লীর টাইগার সেন্টার নামের পিকনিক স্পটে দিনভর এই আয়োজন করা হয়। নওগাঁর পাতি দিয়ে তৈরি ট্যিসু বক্স, ঝুঁড়ি, পর্দা, ওয়ালেট, ওয়াল মিরর, পাতির দড়ি ও পাপোসের সাথে পরিচিত করতে মূল গেটের সামনে সিনথী’স ম্যাট এবং আর্টিস্টারী হ্যান্ডিক্রাফট নামের দুইটি দোকান বসানো হয়। সেই সাথে ব্যাংকের সোনালী অতীত ফিরে দেখতে ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বাস্কেটবল নিক্ষেপ, ভলিবল প্রতিযোগিতা, মহিলাদের পিলোপাসিং ও শিশুদের নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মিলন মেলার স্মৃতি ধরে রাখতে প্রধান অতিথি শখের পল্লীর স্বত্বাধিকারীকে ব্যতিক্রম করসল ও স্পাইডার গাছের চারা উপহার দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা