February 8, 2025, 4:36 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের উদ্যোগে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিম।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের উদ্যোগে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।

 

১৬ জানুয়ারি, বৃহস্পতিবার
বিকেলে নগরীর মেন্দিবাগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সহ-সাধারণ সম্পদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন থানা-১ এর সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। শ্রমিক নেতৃবৃন্দ আরো বলেন জীবিকা নির্বাহের পাশাপাশি আল্লাহর হুকুম ও নবীজীর দেখানো পথ অনুসরণ করে সুন্দর সমাজ বির্নিমানে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। আদর্শিক ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে ও কোরআনের আলোকে রাষ্ট্র গঠনের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা