February 10, 2025, 10:24 pm
শিরোনামঃ
তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বগুড়ার ছুরিকাঘাতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধনে বক্তারা – নৌ-পথে ডাকাতি প্রতিরোধে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের কোন পদক্ষেপই কার্যকর হচ্ছে না কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা চৌমুহনীতে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার পাঁচবিবিতে এক বোবা নারীর আর্তনাদ: থাকার মতো ঘর নেই, সরকারি সাহায্যও মেলেনি। বন্দরে আলোচিত সেই এসআই সাইফুলের বিরুদ্ধে আইজিপি বরাবর ভুক্তভোগীদের অভিযোগ  ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড….

ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে

ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

:

 

আজ ১৭জানুয়ারি ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর উদ্যোগে ফ্রেশারস ওরিয়েন্টেশন প্রোগ্রাম একটি স্থানীয় কনভেনশন হলে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে ফ্রেশারস ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী সহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন । স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ।
এতে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বুয়েটের সাবেক অধ্যাপক বর্তমানে ইউসিটিসির মেক্যানলিকাল বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোহাম্মদ এ আজিম, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিষ্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, পরিচালক-অর্থ জনাব আব্দুল কাদের তালুকদার,ইউসিটিসির ব্যবসায় বিভাগের এডভাইজার অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মোঃ বজলুর রহমানসহ স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার। বক্তারা বক্তব্যে বলেন ইউসিটিসির শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয় (ইউসিটিসি) এ অঞ্চলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসর শিক্ষার্থীদের উপহার দেবেন।
দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এবং তাঁদের মিলনমেলায় তৈরি হয় এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুপুরে মেজবানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা