ইউসিটিসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
:
আজ ১৭জানুয়ারি ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর উদ্যোগে ফ্রেশারস ওরিয়েন্টেশন প্রোগ্রাম একটি স্থানীয় কনভেনশন হলে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে ফ্রেশারস ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারী সহ অসংখ্য শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন । স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ।
এতে উপস্থিত ছিলেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, বুয়েটের সাবেক অধ্যাপক বর্তমানে ইউসিটিসির মেক্যানলিকাল বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোহাম্মদ এ আজিম, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, রেজিষ্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ, পরিচালক-অর্থ জনাব আব্দুল কাদের তালুকদার,ইউসিটিসির ব্যবসায় বিভাগের এডভাইজার অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, প্রফেসর মোঃ বজলুর রহমানসহ স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক জনাব এস.এম. শহিদুল আলম এবং মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার। বক্তারা বক্তব্যে বলেন ইউসিটিসির শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয় (ইউসিটিসি) এ অঞ্চলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ইউসিটিসির উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বিশ্বমানের শিক্ষা অত্র অঞ্চলের অনগ্রসর শিক্ষার্থীদের উপহার দেবেন।
দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এবং তাঁদের মিলনমেলায় তৈরি হয় এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুপুরে মেজবানের আয়োজন করা হয়।