February 8, 2025, 3:58 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

MRM Forces Security Service LTD কোম্পানী পরিদর্শন ও সৌজন্যে সাক্ষাতে চাইনিজ জুবাংহু

শহর প্রতিনিধি :

MRM Forces Security Service LTD কোম্পানী পরিদর্শন ও সৌজন্যে সাক্ষাতে চাইনিজ জুবাংহু

 

 

 

এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী পরিদর্শন করেন ভিজিটর চাইনিস জুবাংহুন আত্ন নির্ভরশীল ও নিরাপত্তা স্বার্থে বিভিন্ন কোম্পানীর সাথে তিনি মত বিনিময় ও পরিদর্শন করেন।

এ সময় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং
এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড এর সাথে ভিজিট কালে মত বিনিময় প্রশংসা করেন।

আজ দুপুরে চাষাড়া হস্থ সদর উপজেলা এম আর এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী ভিজিট করেন এবং সকলেই তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন ।

এ সময়, এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড এর পরিচালক মোঃ রায়হান খান বলেন, আমরা জন নিরাপত্তার স্বার্থে কাজ করে আসছি। বিশ্বময় ও আমাদের
বাংলাদেশে সিকিউরিটি কোম্পানি , সিকিউরিটি পুলিশ , সিকিউরিটি ফোর্স , সিকিউরিটি সার্ভিস , সিকিউরিটি এজেন্সি , সিকিউরিটি গার্ড , সাইবার সিকিউরিটি সিস্টেম , সিকিউরিটি ক্যামেরা , রিমোট গার্ডিং ) সেরুপে আমরাও অবসর প্রাপ্ত প্রশাসিক লোকদের নিয়ে সিকিউরিটি এজেন্সি ও সিকিউরিটি গার্ড সহ অনান্যা বাহিনীর পাশাপাশি দেশের ও জনগণের নিরাপত্তায় কাজ করে আসছি। দেশের যে কোনো পরিস্থিতে আমরা দেশের স্বার্থে আমাদের এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী প্রস্তুত আছি এবং দেশপ্রেমে কাজ করবো।

এ সময়, পরিদর্শন কালে এমআরএম ফোর্স সার্ভিসেস লিমিটেড প্রশাসনিক কর্মকর্তা সহ নিরাপত্র গণ ও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা