February 8, 2025, 3:02 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

রাউজানে বীর মুক্তিযোদ্ধা অনাথবন্ধু স্মরণে সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রাউজানে বীর মুক্তিযোদ্ধা অনাথবন্ধু স্মরণে সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

 

 

চট্টগ্রামের রাউজান উপজেলার বৃহত্তর হোয়াপাড়া গ্রামের ভগিরথ নগরের ঐতিহ্যবাহী পরিবার বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত অনাথবন্ধু বড়ুয়া ও বরেণ্য বুদ্ধিজীবি, চট্টগ্রাম নন্দন কানন বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা, বিহার কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভূমি দাতা ডাক্তার ভগীরথ চন্দ্র বড়ুয়া স্মৃতি স্মরনে সংঘদান ও ধর্মসম্মেলন গত ১০ জানুয়ারী ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদশে বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর গৌতমাশ্রম বিহার ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শিক্ষাবিদ শাসনানন্দ মহাথের(এমএ) ।
কাঠাঁলভাঙ্গার কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুনন্দ থেরর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য স্বপন বড়ুয়া ।
ধর্মালোচনা করেন লাখেড়া অভয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদ্রিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ-সম্পাদক ভদন্ত সুমঙ্গল থের , রামদাস বিহারের অধ্যক্ষ করুনানন্দ থের ।
ধর্মানুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রকৌশলী তমাল কুসুম বড়ুয়া পরিবারের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা জিনাংসু বড়ুয়া ।
স্মৃতি চারণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির চট্ট্রগ্রাম মহানগরের সহ-সভাপতি লায়ন উজ্জ¦ল কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা শিবু প্রসাদ বড়ুয়া, অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা সুনিল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের রাউজান উপজেলা শাখার সহ-সভাপতি সুভাষ বড়ুয়া ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বিন্দু রাম দাস, বিশিষ্ট ব্যাবসায়ী দিলিপ বড়ুয়া, তাপস বড়ুয়া, শিক্ষক সত্যজিত বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা সুজ্জল তালুকদার, শিক্ষক প্রিয়ম দে, ফিল্ডকর্মকর্তা এরশাদ আহমেদ, ঝুন্টু দাস, জুয়েল মহাজন প্রমুখ ।
কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা অনাথবন্ধুর সন্তান ভুমি কর্মকর্তা বীর উত্তম বড়ুয়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা