ময়মনসিংহে বিপুল পরিমান নকল ভ্যাটেরিনারি ওষুধ উদ্ধার ।
যৌথবাহিনীর সফল অভিযান
আজ অদ্যইং ১৪/০১/২০২৫ তারিখ রোজ মঙ্গলবার ময়মনসিংহে বিপুল পরিমান নকল ভ্যাটেরিনারি ওষুধ উদ্ধার ও ধ্বংস করেছে সেনাবাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুড়ে নগরির কাচিঝুলি এলাকায় একটি নকল ভেটেরিনারি ঔষধ তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ।
এসময় কাচিঝুলি ইটাখলা সড়কে মধুরিমা নামে এক আবাসিক ভবনে গোদমজাত কৃত বিপুল পরিমাণ ভ্যাটেরিনারির নকল ওষুধ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমান ক্যামিকেল উদ্ধার করা হয়। এঘটনায় ভ্রাম্মমান আদালত এপি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান বন্ধ সহ তাৎক্ষণিক ত্রিশ হাজার টাকা জরিমানা করে ও উদ্ধার হওয়া পন্য ধ্বংস করে দেয়।