ফরিদ মিয়া মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি,মুকসুদপুর ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এবং ফরিদ মিয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মিয়াকে সম্প্রতি মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করায় ১৪জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জাকের হোসাইন, জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মো: এনামুল হাসান, ব্যাংক এশিয়া পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক তরুণ সরকার এবং গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল অফিসের ডিজিএম মো: তুষার আহম্মেদ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।