তাহিরপুর সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা যুবলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চো তয়রাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে পরিচিত যুবলীগ নেতা মো. আব্দুর রউফ (৩৪) গ্রেফতার হয়েছেন। তিনি তাহিরপুর থানার অন্তর্গত কলাগাঁও গ্রামের বাসিন্দা।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাহিরপুর থানার পুলিশের একটি বিশেষ টিম কলাগাঁও বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূঁইয়া। এছাড়া অভিযানে অংশ নেয় ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবুল কালাম চৌধুরী, এএসআই কার্তিক পাল এবং সঙ্গীয় ফোর্স।
তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে গত ১৬ ডিসেম্বর রুজু হওয়া একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে আব্দুর রউফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।