February 8, 2025, 3:38 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক ৬ জন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক ৬ জন

 

 

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই/জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় সিরা-৩১ ডিউটি করাকালে ৯ জানুয়ারি ০৭:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা গোলাপের দোকান সম্রাটের বিল্ডিং ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আসামী ১। মোঃ তৈয়ব আলী (৪৪), পিতা-মৃত রহমত উল্লাহ, মাতা-মোছা ছেনোয়ারা বেগম, সাং-উছমান আলী মেম্বারের বাড়ী, কোয়াইশ, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ২। রূপন শীল (২৮), পিতা-মৃত অনন্ত শীল, মাতা-মৃত গিতাবালা শীল, সাং-সোনাকানিয়া নাপিতপাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-চান্দগাঁও গোলাপের দোকান মাজার গেইট সম্রাট এর বিল্ডিং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মন্নান (৫০), পিতা-মৃত ফজর আলী, মাতা-মৃত আনোয়ার, সাং-আকনা মীরবাড়ী, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-বায়েজিদ বার্মা কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৪। মোছাঃ শারমিন (১৯), পিতা-মোঃ রানা, মাতা-মরিয়ম, সাং-উজিয়া পাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-মাজারগেইট, গোলাপের দোকান, সম্রাট এর বিল্ডিং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৫। মোছাঃ আমেনা (২৩), পিতা-আবুল কাশেম, মাতা-তাছলিমা বেগম, সাং-কাছিয়াপাড়, আব্দুল্লাহ মিয়ার বাড়ি, থানা-সন্ধীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বালুছড়া, কাশেম ভবন, আলাউদ্দিন এর বিল্ডিং, থানা-বায়েজিদ, জেলা-চট্টগ্রাম, ৬। রিতা চাকমা, পিতা-পরিমল চাকমা, মাতা-নিগড়াপতি, সাং-কাট্টলি, পরিমলের বাড়ি, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটিদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধ করাই একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা