বিমানবন্দর থানার দ্বিবার্ষিক সম্মেলন
কোরআন-ই- হবে আমাদের একমাত্র সংবিধান।
—-এডভোকেট জামিল আহমদ রাজু
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন- শ্রমিকদের নাজুক অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শ্রমিকদের, চরিত্রহীন, স্বার্থান্বেষী, ধোকাবাজ নেতৃত্বের পিছনে না ঘুরে খোদাভীরু, সৎ ও আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। আল্লাহর আইন ও রাসুল (সঃ) এর আদর্শের মাধ্যেই রয়েছে নির্যাতিত, নিপিড়ীত ও অসহায় মানুষের মুক্তির পথ। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি মঙ্গলবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন বিমানবন্দর থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে, সহ সভাপতি সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ফেডারেশনের বিমানবন্দর থানার উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ, বিমানবন্দর থানার উপদেষ্টা সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা ৩ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল।
সম্মেলনে থানার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখা সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
কমিটিতে নাজমুল ইসলাম সভাপতি, সুমন আহমদ সহ-সভাপতি, ফরিদ মিয়া সাধারণ সম্পাদক, লুৎফুর রহমান সাংগঠনিক সম্পাদক, সহ- সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম হাসু, আল আমিন আহমদ সুহেল কোষাধ্যক্ষ, মনির আহমদ সহ কোষাধ্যক্ষ, হাফিজ সুয়েব আহমদ দপ্তর সম্পাদক, শিপন আহমদ প্রচার সম্পাদক, সোহেল আহমদ সহ প্রচার সম্পাদক, এরশাদ আহমদ তপু ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক, আব্দুল মুক্তাদির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাইদুল ইসলাম পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল হক রিপন সাংস্কৃতিক সম্পাদক, আবু তালেব আইন ও আদালত সম্পাদক, মুফাস্সির আহমদ সহ আইন ও আদালত সম্পাদক, বাবুল মিয়া সাহায্য ও পুনর্বাসন সম্পাদক, শিহাব আহমদ ক্রিড়া সম্পাদক, সোহাগ আহমদ সহ ক্রিড়া সম্পাদক, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ মঞ্জুর আহমদ, স্বপন মিয়া, বাবুল মিয়া (২), বাচ্চু মিয়া, হায়দার আলী, মনিরুজ্জামান, মুবাশ্বির আলী, ময়না মিয়া, মাছুম আহমদ, আল আমিন, মোঃ আলী আহমদ, সুরেজ আহমদ প্রমূখ।