সীমান্তে অভিযান, ত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ৩০ লক্ষ ৪১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সীমান্ত র তয়ক্ষাকারী বিজিবি।
সোমবার (৩০ ডিসেম্বর ) ভোরে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮- বিজিবি ) এর বিভিন্ন বিওপি টিম।
এসব মালামালের মধ্যে রয়েছে, ১৬ টি ভারতীয় গরু, ৯৫ কেজি চিনি,১ হাজার কেজি কয়লা,৩২০ কেজি শুঁটকি, ৪৪০ কেজি কমলা,৪৩ বোতল মদ,৬ টি বিয়ার,১৭০ ঘনফুট বালু,২৭০ কেজি বাংলাদেশী সুপারি সহ ১ টি যানবাহন।
এসব মালামালের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৪১ হাজার টাকা।
সুনামগঞ্জ ( ২৮- বিজিবি ) ব্যাটেলিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মদ এবং বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরু,চিনি,কয়লা,কমলা,বালু, শুঁটকি, সুপারি, যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একইসাথে সীমান্তে টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি চলমান আছে এবং অভিযান অব্যাহত থাকবে।