তাহিরপুরে এক বেয়াইকে পিটিয়ে হত্যা করে আরেক বেয়াই
সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক সহিংসতায় এক বেয়াইকে পিটিয়ে হত্যা করেছে আরেক বেয়াই। নিহত ওই ব্যাক্তির নাম ইকবাল হোসেন (৬০)। তিনি তাহিরপুর উপজেলার লাকমা নয়াপাড়া গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় নিহত ইকবাল হোসেনের বসত ঘরে তাকে হত্যা করা হয়।
গ্রামবাসী জানিয়েছে, ইকবাল হোসেনের পুত্র আছান উল্লাহ ও পাশের বাড়ির শাহাবুদ্দিন এর মেয়ে সাদিয়া বেগমের বিয়ে হয় কিছু দিন আগে। রোববার সন্ধ্যায় আছান উল্লাহ ও সাদিয়া বেগম এর মধ্যে ঝগড়া হয়। এসময় স্বামী-স্ত্রীর ঝগড়ায় মেয়ের পক্ষ নেয় তাঁর বাবা শাহাবুদ্দিন। মেয়ে পক্ষের লোকবল বেশি থাকায় লাটিসোটা দিয়ে ইকবাল হোসেনের বসত ঘরে হামলা চালায়। হামলায় গুরতর আহত ইকবাল হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরন করে।
সাবেক ইউপি সদস্য লুতফুর রহমান জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যপারে নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে মেয়ের বাবা শাহাবুদ্দিন, মা ভুলনা বেগম, বোন সোমা বেগমসহ ৯ জনকে আসামী করে তাহিরপুর থানায় সোমবার (৩০ ডিসেম্বর) একটি হত্যা মামলা দায়ের করা হয়।