February 7, 2025, 7:19 am
শিরোনামঃ
গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৪টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-১ আহত-১০।

মুকসুদপুরে রেলস্টেশনে যাত্রা বিরতির জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাজী ওহিদ-মুকসুদপুর(গোপালগঞ্জ) থেকে-

মুকসুদপুরে রেলস্টেশনে যাত্রা বিরতির জন্য
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 

 

জাহানারাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটি গোপালগঞ্জের মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতীর জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মুকসুদপুর কলেজ বস বাসস্টানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে এ্যাড: মোঃ সোলায়মান সিদ্দীকি বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুকসুদপুর শাখার সভাপতি হাফেজ মোঃ গোলাম ফরহাদ,বাংলাদেশ খেলাফত মজলিসের মুকসুদপুর শাখায় সভাপতি জাহিদ আল মাহমুদ,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন,পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী প্রমূখ।।
মানববন্ধন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে জাহানারাবাদ এক্সপ্রেস ৮২৫/২৬ খুলনা-ঢাকা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/২৮ নামে দুই জোড়া ট্রেন পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা-বেনাপোল-ঢাকা
বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন যাতায়াত শুরু করে। বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আলমে এই এলাকার জনগণকে ট্রেন যোগে যাতায়াতের ব্যবস্থার জন্য অগ্রাগ্রধিকার ভিত্তিতে ট্রেন লাইন স্থাপনের কার্যত্রুম শুরু করেছিল। রেল কর্তৃপক্ষ মুকসুদপুর রেল স্টেশনে ট্রেন দুইটির স্টপেজ না রাখায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক টাকা ব্যয় করে মুকসুদপুর উপজেলার মুকসুদপুর রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। এবিষয়ে মুকসুদপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষ বিভোর স্বপ্ন নিয়ে রয়েছে এখান থেকে ট্রেন করে ঢাকা যাবে আবার ঢাকা হতে ট্রেন করে বাড়ী ফিরবে। অনেকে আবার যশোর, বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন যাতায়াত করবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এলাকার সর্বস্বরের মানুষ মুকসুদপুর রেল স্টেশনে ট্রেন দুটি স্টপেজ না রাখার জন্য জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা