একজন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল, মোটরসাইকেল ও নৌকা আটক
মনোহরপুর সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৯টার সময় মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনাকালে ০১ জন ব্যক্তিকে ০১টি ব্যাগ নিয়ে নৌকা থেকে নামার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে। টহলদল মোঃ মুক্তার হোসেন (২৪), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-পাঁচকাঠা, পোষ্ট-হাসানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১টি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। টহলদল তার সাথে থাকা ব্যাগটি তল্লাশী করে অবৈধ ও চোরাচালানকৃত ১৮টি মোবাইলসহ চোরাচালানী কাজে ব্যবহৃত ০১টি নৌকা ও ০১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল, মোটরসাইকেল এবং নৌকাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
I’m extremely impressed together with your writing skills
and also with the structure to your blog. Is this a paid topic
or did you modify it your self? Either way keep up the nice quality writing, it’s uncommon to see a great blog like this one today.
Blaze AI!