জয়পুরহাটে দিন দুপুরে তালা কেটে প্রায় ১লক্ষ্য টাকা লুট।
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে পশ্চিম মাথায় ইসলামী ব্যাংক এর নিচে মেসার্স ভাই বোন দোকানে তালা কেটে প্রায় ১লক্ষ্য টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময়, মোঃ ইয়াহিয়া মন্ডল নামাজের জন্য দোকান বন্ধ করে বাড়িতে যায়। এই সময়ের মধ্যে চার জন লোক দুটি মোটরসাইকেল নিয়ে এসে দিন দুপুরে তালা কেটে এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। মোঃ ইয়াহিয়া নামাজ শেষ করে এসে দেখে দোকানে তালা কাটা।
এমতাবস্থায় ইয়াহিয়া আশেপাশের লোকজনকে জিগ্গেস করলেন,তারা বলে চারজন লোক এসে দোকানের আশেপাশে ঘোড়া ঘুরি করছিল। এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল , এই জন্য আশেপাশের লোকজন কেউ, আমরা কাছে যেতে পারিনি।
শালাইপুর বাজারের দোকানের মালিক সমিতির সবাই বলেন, যদি এভাবে দিন দুপুরে দোকানে তালা কেটে লুট, চুরি,ও ডাকাতি হয়, তাহলে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করে খাব।
আমরা দোকান মালিক যারা আছি, আমরা চাই , বর্তমান সরকারের প্রশাসনিক বিভাগের সকল কর্মকর্তা যিনারা আছে, তাদের সুনজর ও আইনি, পদক্ষেপ কামনা করছি।
উক্ত বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক ওসি, মোঃ কাউছার আলীর কাছে জানতে চাইলে, তিনি বলেন আমরা এ বিষয়ে কোন অভিযোগ এখন পর্যন্ত পাইনি, যদি পাই তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।