কলারোয়া সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা
সাতক্ষীরা কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে চারাবাড়ি সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে মতবিনিময় করেছেন কেঁড়াগাছি’র সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি’র যুগ্ম সম্পাদক সদ্য করামুক্ত নেতা আশরাফ হোসেন। দুটি অপারেশন সম্পন্ন করে ঢাকা থেকে কলারোয়ায় ফিরেই প্রেসক্লাবে উপস্থিত থেকেই তিনি ওই মতবিনিময় করেন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। সেসময় কেঁড়াগাছি ইউপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি কেঁড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি সীমান্তে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কথা উল্লেখ করে বিএনপি নেতা আশরাফ হোসেন বলেন, গভীর ষড়যন্ত্রে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতারা দুঃসাহসিক ভাবে বিএনপির অফিসে হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারপিট করে আহত করেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের দাবি পুলিশ প্রশাসন অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনবেন। উপজেলা যুবদলের ও কৃষক দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন আরো বলেন, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার তাহেরের সাথে জোকসাজশে আওয়ামী লীগ নেতা ঘাট মালিক আজারুল, মনসুর মেম্বার, তারিকসহ কতিপয় চোরাকারবারীরা মোটা অংকের টাকার লেনদেনে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। সোনারবার, রুপা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন চোরাচালান করে দেশ ও সমাজের ক্ষতি করছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এসময় তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র অসুস্থ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দিনের সুস্থতা কামনা করেন।