ধোবাউড়ায় ভারতীয় ৭৩ বোতল মদ এবং ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজ অদ্যইং ২৪/১২/২০২৪ তারিখ রোজ সোমবার
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল-আলম ও সহকারী পুলিশ সুপার হালুায়াঘাট সার্কেল এর দিক নির্দেশনা মোতাবেক ধোবাউড়ায় ৭৩ বোতল মদ ও ২০ পিচ ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৪/১২/২৪ তারিখ অফিসার ইনচার্জ আল মামুন এর সার্বিক তত্বাবধানে ,এস আই (নিরস্ত্র)/মিলন মিয়া, এএসআই (নিরস্ত্র)/মোঃ ইমদাদুল হক, এএসআই (নিরস্ত্র)/সুমনুর রহমান ও কং/৭১৫ মোঃ শাহজাহান আলম সহ, পৃথক পৃথক রাত্রিকালীন অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক মোঃ আশরাফুল এর বসত ঘরে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী মোঃ আল আমিন (৩২) এবং ৩নং ধোবাউড়া ইউনিয়নের সিঙ্গুরা গ্রামের জনৈক আজিম উদ্দিন বিশ্বাস এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ভারতীয় তৈরি ৭৩ বোতল ice BARE IT ALL VODKA মদ সহ ০১ জন আসামী মোঃ শাহীন মিয়া (২৮), মোট ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে বাদীর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয় । যাহা ধোবাউড়া থানার মামলা নং-১৩, তাং-২৪/১২/২০২৪ খ্রিঃ ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, এবং ধোবাউড়া থানার মামলা নং-১৪, তাং-২৪/১২/২০২৪ খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন,মাদকের সাথে আপোষ নয়,এই অভিযান অব্যহত থাকবে।