বেলকুচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় জীনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলকুচি উপজেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শু’রা সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শু’রা সদস্য বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সহ আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম,
বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ শামীম,সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয় মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শরিফুল ইসলাম (শরিফ), পরে সভাপতি ও সহ সভাপতিদের শপথ পাঠ করান বিশেষ বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান।
বাকি সাধারণ সম্পাদক সহ কমিটি বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের শপথ পাঠ করান নবনির্বাচিত বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
শপথ শেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সম্মেলনে শেষ করা হয়।