জেলা প্রশাসকের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন
সুনামগঞ্জের তাহিরপুরে হাওড়ের ফসল রক্ষা বাঁধ প্রকল্পের পরিদর্শন ও বিভিন্ন কাজের সার্বিক খোজ খবর নেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বৃহস্পতিবার( ১৯) ডিসেম্বর তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আঙুরালী হাওর উপ প্রকল্পের ১ নং বাঁধের সার্বিক কাজের সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, সুনাগন্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন, তাহিরপুর পাউবো উপ সহকারী প্রকৌশলী মনির হোসেন সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।