উল্লাপাড়া উপজেলা জামায়াতের মহান বিজয় দিবসের র্যালি অনুষ্ঠিতঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়ার প্রাণকেন্দ্র পৌর উন্মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলংগা থানা শাখার সেক্রেটারী রাশিদুল ইসলাম শহীদ মেম্বার, এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক আমীর জনাব ডক্টর মাও নজরুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ আব্দুল বারী, উল্লাপাড়া যুব বিভাগের সম্মানিত সভাপতি আতাউর রহমান, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, আশরাফুল আলম মুত্তালিব, উল্লাপাড়া পৌর জামায়াতের সম্মানিত আমির মোঃ আব্দুল করিম, বড়হর ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমির মোঃ শাহিন আলম, উল্লাপাড়া সদর ইউনিয়ন সভাপতি মোঃ রেজাউল করিম, কয়রা ইউনিয়ন জামায়াতের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম আকন্দ, পূর্ণিমাগাতী ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান, পঞ্চক্রোশি ইউনিয়ন সভাপতি মোঃ শামীম রেজা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উল্লাপাড়া উপজেলার সহ সেক্রেটারি আল আমিন সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লাপাড়া উপজেলা উত্তর সভাপতি গোলাম মোস্তফা সাদ,দক্ষিণ সভাপতি হাফেজ জাকারিয়া,এবং কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমানসহ বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তি উপস্থিত ছিলেন।