মহানবিজয় দিবসে মুক্তি যোদ্ধা সংসদ খুলনা জেলা ওখুলনা মহানগর ইউনিট কমান্ডের নেতৃত্বে গল্লামারির স্মৃতি সৌধে সূূর্যউদয়ের পূর্ব মুহূর্তে ফুলের মালা সহ শ্রদ্বা নিবেদন।
এ-ই সময়ে উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা আবুজাফর, মুক্তি যোদ্ধা মনিরুজ্জামান মনি (সাবেক মেয়র), মুক্তি যোদ্ধা কে এম,আলম,মুক্তি যোদ্ধা রফিক উদ্দিন আহমেদ বাবলু, মুক্তি যোদ্ধা ক্যাপ্টেন(অবঃ)ডি,কে,হালদার,মুক্তি যোদ্ধা আ,ব,ম,নুরুল আলম,মুক্তি যোদ্ধা মান্নান সহ অন্যান্য মুক্তি যোদ্ধা বৃন্দ এই সময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
যথাযথ মর্যাদার সাথে মহান বিজয় দিবস সঠিকভাবে পালন,সকাল ৬ টায় মহানবিজয় দিবসে মুক্তি যোদ্ধা সংসদ খুলনা জেলা ওখুলনা মহানগর ইউনিট কমান্ডের নেতৃত্বে গল্লামারির স্মৃতি সৌধে সূূর্যউদয়ের পূর্ব মুহূর্তে ফুলের মালা সহ শ্রদ্বা নিবেদন এর মধ্য দিয়ে স্মৃতিসৌধের মালা ও পুষ্পস্তবক অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা হয়।