February 7, 2025, 7:13 am
শিরোনামঃ
গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৪টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-১ আহত-১০।

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ নুর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থীকে হত্যার মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সহ–সভাপতি মনোয়ার হোসাইন জাবেদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে রামগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের পর সদর থানার ওই মামলায় আদালতের মাধ্যমে আজ রোববার কারাগারে পাঠানো হয়েছে তাঁকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ও রামগঞ্জ থানার ওসি আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা এবং চার শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসাইন জাবেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারকে বেকাদায় ফেলানোর জন্য লোক জড়ো করানো সহ নানা ষড়যন্ত্র অপরাধমূলক তথ্য রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ছাড়া ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করাসহ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন এই ছাত্রলীগ নেতা। ইতোমধ্যে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা জানান, গ্রেপ্তার মনোয়ার হোসাইন জাবেদ জেলা যুবলীগের সাবেক সভাপতি ও একাধিক শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি সালাউদ্দিন টিপুর ঘনিষ্টজন বলে পরিচিতি রয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। তিন শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এ সব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা