February 7, 2025, 7:43 am
শিরোনামঃ
গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৪টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-১ আহত-১০।

রূপগঞ্জে প্রতারণা করে টাকা নিয়ে উধাও নগদ কোম্পানির এজেন্ট

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জে প্রতারণা করে টাকা নিয়ে উধাও
নগদ কোম্পানির এজেন্ট

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগদ এজেন্টের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রায় ৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) সকালে রিমঝিম টেলিকমের মালিক প্রতারণার শিকার শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শরীফ মিয়া অভিযোগ করে জানান, নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (মুড়াপাড়া-আতলাশপুর এড়িয়া) জাহাঙ্গীর আলম গত ৭ ডিসেম্বর মোবাইল ফোনে নগদ প্রেমেন্ট করার জন্য শরীফ মিয়ার কাছ থেকে ৫০ হাজার, হাটাবো এলাকার রোবেল মোল্লার ৭০ হাজার, মাহমুদুল হাসান মোল্লার ৫৫ হাজার, জুলহাস মিয়ার ১০ হাজার, সোহেল রানার ৪০ হাজার মাসুম মিয়ার ৮ হাজার, আতিকুল ইসলাম নয়নের ৩০ হাজার, নাদিম রহমানের ৫ হাজারসহ ৩০ জনের কাছ থেকে নগদ প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে । পরে মোবাইল ফোনে নগদ প্রেমেন্ট না দিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায়।
ব্যাবসায়ীরা আরো জানান, মুড়াপাড়া এলাকায় নগদের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান “আইডিয়াল কানেকশন রূপগঞ্জ” তে উপস্থিত হয়ে এ বিষয়ে ডিস্ট্রিবিউশন ম্যানেজার সোহেল রানা ও নগদের সুপারভাইজার সামিউল কে ঘটনা জানানো হলে তারা ২/৩ দিন সময় নেয়। কিন্তু টাকা দিতে টালবাহানা করে। তারা অভিযোগ করে বলেন বিক্রয় প্রতিনিধি জাহাঙ্গীর, ম্যানেজার সোহেল রানা ও সুপারভাইজার সামিউল তারা পরস্পর যোগসাজশ করে ব্যবসায়ীদের ৬ লাখ টাকা না দেয়ার পায়তারা করছে। এতে করে ক্ষুদ্র এসব ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

নগদ কোম্পানির রূপগঞ্জের দায়িত্বরত ম্যানেজার সোহেল রানা বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে এ টাকার ব্যবস্থা করে সমস্যা সমাধান করে দেয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

তাং ১৫/১২/২০২৪ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা