নোয়াখালীর সেনবাগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
নোয়াখালীর সেনবাগে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে উপজেলা চত্ত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১০টায় নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রথমে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা চত্ত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। সঞ্চালনা করেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা: রাদিয়া আফরোজ, উপজেলা কৃষি অফিসার মো: রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসিনা আক্তার, বিএনপির নেতা ভিপি মফিজ, বাংলাদেশ খেলাফত মজলিস সেনবাগ উপজেলার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা মো: নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: মঞ্জুর মোরশেদ আলম, সেনবাগ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সাংবাদিক আলা উদ্দিন আলো, ছাত্র প্রতিনিধি ফারুক হোসেন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: খুরশীদ আহমেদ বাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন, আইসিটি অফিসার মো: ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।